মৌলের প্রতীক

Symbols of Elements

কোনো মৌলের ইংরেজি বা ল্যাটিন নামের সংক্ষিপ্ত রূপকে প্রতীক বলে। প্রত্যেকটি মৌলকে সংক্ষেপে প্রকাশ করতে তাদের আলাদা আলাদা প্রতীক ব্যবহার করা হয়। 

মৌলের প্রতীক লিখতে কিছু নিয়ম অনুসরণ করা হয়।

ক) মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর দিয়ে প্রতীক লেখা হয় এবং তা ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর দিয়ে প্রকাশ করা হয়।

খ) যদি দু্ই বা দুইয়ের অধিক মৌলের ইংরেজি নামের প্রথম অক্ষর একই হয় তবে একটি মৌলকে নামের প্রথম অক্ষর (ইংরেজি বর্ণমালার বড় হাতের) দিয়ে প্রকাশ করা হয়। অন্যগুলোর ক্ষেত্রে প্রতীকটি দুই অক্ষরে লেখা হয়। নামের প্রথম অক্ষরটি ইংরেজি বর্ণমালার বড় হাতের অক্ষর এবং নামের অন্য একটি অক্ষর ছোট হাতের অক্ষর দিয়ে লেখা হয়।

গ) কিছু মৌলের প্রতীক তাদের ল্যাটিন নাম থেকে নেওয়া হয়েছে।

মৌলের নামকরণ

মৌলইংরেজিপ্রতীক
হাইড্রোজেনHydrogenH
অক্সিজেনOxygenO
নাইট্রোজেনNitrogenN

মৌলের নামকরণ (প্রথম অক্ষর এক)

মৌলইংরেজি নামপ্রতীক
কার্বনCarbonC
ক্লোরিনChlorineCl
ক্যালসিয়ামCalciumCa
কোবাল্টCobaltCo
ক্যাডমিয়ামCadmiumCd
ক্রোমিয়ামChromiumCr

মৌলের নামকরণ (ল্যাটিন নাম)

মৌলল্যাটিন নামপ্রতীক
সোডিয়ামNatriumNa
কপারCuprumCu
পটাশিয়ামKaliumK
সিলভারArgentumAg
টিনStannumSn
এন্টিমনিStimiumSb
গোল্ডAurumAu
লেডPlumbumPb
টাংস্টেনWolframW
আয়রনFerrumFe
মারকারিHydrurgyrumHg