মোট জাতীয় উৎপাদন কাকে বলে? মোট জাতীয় উৎপাদন হিসাবে যেসকল সতর্কতা অবলম্বন করা হয়

দেশের সকল মানুষ দেশের ভিতরে ও বাইরে একটা অর্থবছরে যে পরিমাণ দ্রব্য ও সেবা সামগ্রী উৎপাদন করে তার মোট আর্থিক মূল্যকে মোট জাতীয় উৎপাদন বলে। কোনো নির্দিষ্ট সময়ে (সাধারণত এক আর্থিক বছরে) যে পরিমাণ চূড়ান্ত দ্রব্যসামগ্রী ও সেবাকর্ম উৎপাদিত হয় তার বাজার মূল্যের সমষ্টি বলা হলো জাতীয় উৎপাদন (Gross National Product)।

মোট জাতীয় উৎপাদন হিসাবে যেসকল সতর্কতা অবলম্বন করা হয়

১) GNP একটি নির্দিষ্ট সময়ে গণনা করতে হবে।

২) শুধুমাত্র চলতি বছরের উৎপাদিত পণ্য ও সেবাকর্মই GNP এর অন্তর্ভূক্ত হবে।

৩) চূড়ান্তভাবে উৎপাদিত দ্রব্য ও সেবাকর্মের আর্থিক মূল্য GNP তে অন্তর্ভূক্ত হবে।

৪) দ্রব্য ও সেবাকর্ম অবশ্যই অর্থনৈতিক কর্মকাণ্ডের মাধ্যমে উৎপাদিত হতে হবে।

৫) বে-আইনি কার্যকলাপ থেকে উৎপাদিত পণ্য ও সেবা GNP-তে ধরা যাবে না।

৬) উৎপাদিত পণ্য ও সেবার অবশ্যই বাজার মূল্য থাকতে হবে।

৭) একটা দেশের সকল মানুষের উৎপাদন আয় এক্ষেত্রে হিসাবভুক্ত করা হয়।

৮) দেশের অভ্যন্তরে কর্মরত বিদেশিদের উৎপাদন আয় এক্ষেত্রে হিসাবে ধরা হয় না।