মেসোগ্লিয়া কাকে বলে?

নিডারিয়া পর্বের প্রাণীদের দেহে এপিডার্মিস ও এন্ডোডার্মিসের মাঝে যে অকোষীয় স্তর বিদ্যমান তাকে মেসোগ্লিয়া বলে। এটি জেলীর মত আঠালো, স্থিতিস্থাপক, পাতলা, বর্ণহীন এবং উভয় কোষস্তর নিঃসৃত অকোষীয় স্তর। এর মধ্যে স্নায়ুকোষ আড়াআড়িভাবে অবস্থান করে কর্ষিকা অঞ্চলে মেসোগ্লিয়ার পুরুত্ব কম এবং পাদচাকতি অঞ্চলে পুরুত্ব বেশি।