মেরুদণ্ডী প্রাণী (Vertebrata) কাকে বলে? মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য

মেরুদণ্ডী প্রাণী কাকে বলে?

যে সকল প্রাণীর মেরুদণ্ড আছে তাদেরকে মেরুদণ্ডী প্রাণী বা ভার্টিব্রাটা (Vertebrata) বলে। মেরুদণ্ডী শব্দটি ল্যাটিন শব্দ ভার্টিব্রাটারস (প্লিনি) থেকে এসেছে, যার অর্থ মেরূদণ্ডের সংযোগস্থল।

যেমন – Naja naja (গোখরা), Bos indicus (গরু) ইত্যাদি।

মেরুদণ্ডী প্রাণীর বৈশিষ্ট্য

১) মেরুদণ্ডী প্রাণীর মেরুদণ্ড আছে।

২) পাখনা কিংবা পা থাকে।

৩) মানুষ ছাড়া প্রায় সব মেরুদণ্ডী প্রাণীর লেজ থাকে।

৪) ফুলকা কিংবা ফুসফুসের মাধ্যমে শ্বাসকার্য চালায়।

৫) মেরুদণ্ডী শ্রেণিভুক্তদের মধ্যে আছে – স্তন্যপায়ী, উভচর, মৎস, সরীসৃপ, পক্ষী ইত্যাদি।