মেনোপজ কাকে বলে?

বয়:সন্ধিকাল থেকে মেয়েদের নির্দিষ্ট সময় পরপর রক্তস্রাব হয় যা মাসিক বা ঋতুস্রাব নামে পরিচিত। সাধারণত ৪০ – ৫০ বছর বয়স পর্যন্ত মহিলাদের ঋতুস্রাব চক্র চলার পর চিরদিনের জন্য বন্ধ হয়ে যায়। একেই মেনোপজ বলা হয়। মূলত এর মাধ্যমেই স্ত্রী দেহে গর্ভধারণ ক্ষমতা রহিত হয়।