মুরগির রক্ত আমাশয় রোগের লক্ষণ ও প্রতিকার

মুরগির রক্ত আমাশয় রোগের লক্ষণ : নিচে মুরগির রক্ত আমাশয় রোগের লক্ষণ গুলো তুলে ধরা হলো:

১) এ রোগে আক্রান্ত বাচ্চা ঝিমাতে থাকে।
২) পালক ঝুলে পড়ে এবং চোখ বন্ধ হয়ে যেতে পারে।
৩) রক্ত মিশ্রিত পাতলা পায়খানা করতে পারে।
৪) খাওয়া-দাওয়া কমে যায় এবং দুর্বল হয়ে বাচ্চা মারা যায়।
৫) বড় মুরগির মাথার ঝুটি ও গলার ফুল ফ্যাকাশে হয়ে যায়।

প্রতিকার : ভেজা স্যাঁতস্যাঁতে অস্বাস্থ্যকর পরিবেশে ঘর থাকলে সাধারণত মুরগিতে এ ধরনের রোগ হতে দেখা দেয়। ঘরের মেঝের লিটার হিসেব ব্যবহৃত ভূষির বা গুঁড়া ইত্যাদি সবসময় শুকনা রাখা উচিত। ঠিকমতো শুকনো লিটারের ব্যবস্থা নেয়া হলে এ রোগের আশঙ্কা কম থাকে। এ রোগের আক্রমণ থেকে মুরগিকে রক্ষা করতে হলে নিয়মিত খাবার অথবা পানির সাথে
ক) সালফাডিমিডিন;
খ) সালফামিজাথন;
গ) ই এস বি;
ঘ) এম্বাজিন
জাতীয় ঔষধ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী খাওয়াতে হয়। ঘরে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা থাকতে হয়।

Leave a Comment