মানুষের স্থায়ী দাঁত কয় ধরনের ও কী কী?

মানুষের স্থায়ী দাঁত চার ধরনের। যথাঃ-
কর্তন দাঁতঃ এই দাঁত দিয়ে খাবার কেটে টুকরা করা হয়।
ছেদন দাঁতঃ এই দাঁত দিয়ে খাবার ছেঁড়া হয়।
অগ্রপেষণ দাঁতঃ এই দাঁত দিয়ে চর্বণ, পেষণ উভয় কাজ করা হয়।
পেষণ দাঁতঃ এই দাঁত খাদ্যবস্তু চর্বণ ও পেষণে ব্যবহৃত হয়।