মানসিক বয়স কাকে বলে?

বুদ্ধি অভীক্ষার জনক স্যার আলফ্রে বিঁনে সর্বপ্রথম মানসিক বয়সের ধারণা ব্যক্ত করেন। তিনি অনেক শিশু যে বয়সের মানসিক ক্ষমতা অনুযায়ী প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয় তাই হল শিশুর মানসিক বয়স। ৪ বৎসর বয়সী শিশু যদি ৭ বৎসর বয়সী শিশুর ক্ষমতা অনুযায়ী প্রশ্নের সঠিক উত্তর দিতে সক্ষম হয় তাহলে মানসিক বয়স হবে ৯ বৎসর বয়সী। আবার কোন ৪ বৎসর বয়সী শিশু যদি ৪ বৎসর শিশুর মানসিক ক্ষমতা অনুযায়ী প্রশ্নের সঠিক হয় সেক্ষেত্রে তার মানসিক বয়স ৪ বৎসর বলে গন্য হবে। এইভাবে ৪ বৎসরের শিশুর মানসিক বয়স ৭ বৎসর যদি সে ৭ বৎসর শিশুর জন্য প্রস্তুত প্রশ্নের সঠিক উত্তর দিতে পারে তার উপরে নয়।