মাটি দূষণ কাকে বলে? মাটি দূষণের কারণ, মাটি দূষকের শ্রেণিবিভাগ

মাটি দূষণ কাকে বলে?

অতিরিক্ত রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কারণে মাটি দূষিত হয়। এছাড়াও হাসপাতালের
বর্জ্য, প্লাস্টিক, পলিথিন ইত্যাদির ফলে যে উপাদান দূষিত হয়, তাকে মাটি দূষণ বলে।

মাটি দূষণ বা মৃত্তিকা দূষণ বলতে রাসায়নিক বর্জ্যের নিক্ষেপ কিংবা ভূ-গর্ভস্থ
ফাটলের কারণে নিঃসৃত বিষাক্ত রাসায়নিক পদার্থের মিশ্রণের কারণে জমির উর্বরতা
শক্তি নষ্ট হওয়াকে বুঝানো  হয়ে থাকে।

মাটি দূষণের কারণ

মাটি দূষণ নিম্নরূপে সংঘটিত হতে পারে-

  • আগাছানাশক, কীটপতঙ্গ ধ্বংসকারী কীটনাশক এবং সারের প্রয়োগ।
  • প্লাস্টিক ও কাচ যেখানে সেখানে ফেলা।
  • খনিজ দ্রব্য আহরণ করা।
  • ভূ-তলে সংরক্ষিত ট্যাঙ্কের জ্বালানী বিস্ফোরণ।
  • কয়লা ও ইটভাটার ছাই।
  • আবর্জনা ভূমির স্তূপ।
  • অতিরিক্ত পরিমাণ বনভূমি ধ্বংসের ফলে মৃত্তিকা দূষণ হয়।

মাটি দূষকের শ্রেণিবিভাগ

  • জীব সংক্রান্ত দূষণ
  • পরিপোষক দূষণ
  • অজৈব পদার্থঘটিত দূষণ
  • জৈব পদার্থঘটিত দূষণ
  • অ্যাসিড দূষণ
  • তেজস্ক্রিয় পদার্থঘটিত দূষণ এবং প্লাস্টিক দূষণ।