ভোট কাকে বলে? ভোটার, ভোটদান, নির্বাচনপত্রী Vote

ভোট (Vote) কাকে বলে?

জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হতে ইচ্ছুক প্রার্থীদের প্রতি সমর্থন যাচাইয়ের জন্য নির্বাচন কমিশন কর্তৃক নির্ধারিত ব্যবস্থাকে ভোট বলা হয়।

ভোটার কাকে বলে?

রাষ্ট্রে নাগরিকগণ যে সমস্ত অধিকার ভোগ করে তার মধ্যে ভোটাধিকারই শ্রেষ্ঠ অধিকার। রাষ্ট্রের প্রচলিত আইনানুযায়ী যখন কোন নাগরিক ভোটদানের অধিকার লাভ করে তখন তাকে ভোটার বা নির্বাচক বলে।

ভোটদান কাকে বলে?

কোন ভোটার যখন প্রতিনিধি নির্বাচনের জন্য ভোটাধিকার প্রয়োগ করে তখন তাকে ভোটদান করা বলে।

নির্বাচনপত্রী কাকে বলে?

প্রতিনিধি নির্বাচনের উদ্দেশ্যে অতি গোপনীয়ভাবে ভোটদানের ব্যবস্থা হিসেবে যে মুদ্রিত কাগজ বা পত্রী ব্যবহার করা হয় তাকে ব্যালট পেপার বা নির্বাচনপত্রী বলে। নির্বাচনপত্রীতে ভোটারগণ কাকে পছন্দ করেন তা নির্ধারণের জন্য প্রার্থীর নাম ও প্রতীক বরাবর স্পষ্টভাবে নির্ধারিত চিহ্ন এঁকে দেন। অনেক ক্ষেত্রে ব্যালট পেপার অলিখিত থাকে। সে ক্ষেত্রে ভোটারগণ তাদের ব্যালট পেপার পছন্দকৃত প্রার্থীর বাক্সের ভিতর ফেলে ভোট দান করেন।

নির্বাচক মণ্ডলী কাকে বলে?

রাষ্ট্রের আইন অনুযায়ী যে সকল নাগরিক প্রতিনিধি নির্বাচনের অধিকার লাভ করে তাদেরকে সমষ্টিগতভাবে নির্বাচকমণ্ডলী বলে। নির্বাচনের প্রাথমিক পর্যায়ে রয়েছে নির্বাচনী তফসিল। আর এই নির্বাচন সংক্রান্ত যাবতীয় কার্যাবলী পরিচালনা করে নির্বাচন কমিশন।