ভারকেন্দ্র এবং ভরকেন্দ্রের মধ্যে পার্থক্য

ভারকেন্দ্র এবং ভরকেন্দ্রের মধ্যে পার্থক্য নিম্নরূপ –

নংভারকেন্দ্রভরকেন্দ্র
 ১ভারকেন্দ্র এমন একটি বিন্দুকে বোঝায় যে বিন্দুর ভেতর দিয়ে বস্তুর সমগ্র ওজন খাড়া নিচের দিকে ক্রিয়া করে।ভরকেন্দ্র এমন একটি বিন্দুকে বোঝায় যে বিন্দুতে বল প্রয়োগ করলে বস্তুর শুধু রৈখিক গতি হয়, কোনো বৃত্তীয় গতি হয় না।
 ২অভিকর্ষ বল না থাকলে ভারকেন্দ্র থাকে না।বস্তু ছোট হোক কিংবা বড় হোক সকল অবস্থাতেই ভরকেন্দ্র অবশ্যই থাকবে।
 ৩বস্তুর বিভিন্ন বিন্দুতে ‘g’-এর মান সমান না হলে বস্তুর ভারকেন্দ্র এবং ভরকেন্দ্র একই বিন্দু হয় না।বস্তুর বিভিন্ন বিন্দুতে ‘g’-এর মান সমান না হলে বস্তুর ভারকেন্দ্র এবং ভরকেন্দ্র একই বিন্দু হয় না।

Leave a Comment