ভর ও ওজনের পার্থক্য

ভর ও ওজনের মধ্যে পার্থক্যগুলো নিম্নরূপ –

নংভরওজন
 ১বস্তুর মধ্যে পদার্থের মোট পরিমাণই হচ্ছে ভর।কোনো বস্তুকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে আকর্ষণ করে তা হলো বস্তুর ওজন।
 ২ভর হলো পদার্থের পরিমাণের একটি পরিমাপ।ওজন হলো কোনও বস্তুর উপর মহাকর্ষের টান পরিমাপ।
 ৩ভর কখনই শূন্য হতে পারে না।কোনো বস্তুর উপর মাধ্যাকর্ষণ কাজ না করলে ওজন শূন্য হতে পারে।
 ৪ভরের আন্তর্জাতিক একক হলো কিলোগ্রাম।ওজনের আন্তর্জাতিক একক হলো নিউটন।
 ৫ভরকে ‘m’ দ্বারা প্রকাশ করা হয়।ওজনকে ‘W’ দ্বারা প্রকাশ করা হয়।
 ৬কোনো বস্তুর ভর স্থানভেদে পরিবর্তিত হয় না। ইহা বস্তুর মৌলিক ধর্ম।বস্তুর ওজন অভিকর্ষজ ত্বরণের উপর নির্ভরশীল। স্থানভেদে ‘g’ এর মান পরিবর্তিত হওয়ায় বস্তুর ওজন পরিবর্তিত হয়।

Leave a Comment