ব্যবসায় নৈতিকতা কী?

ব্যবসায়ের ক্ষেত্রে ভালোকে গ্রহণ এবং মন্দকে বর্জন করে চলাই হলো ব্যবসায় নৈতিকতা। নীতি বা আদর্শ মেনে (করণীয় ও বর্জনীয়) ব্যবসায় পরিচালনা করা অপরিহার্য। নৈতিক আচরণবিধি অনুসরণবিধি অনুসরণের মাধ্যমেই একজন ব্যবসায়ী ন্যায়-অন্যায়, সত্য-অসত্য প্রভৃতি বিষয় বুঝতে পারেন। সঠিক মাপে পণ্য দেওয়া, ন্যায্যমূল্যে পণ্য বিক্রি করা, পণ্যের গুণগতমান ঠিক রাখা, ক্রেতাদের সাথে ভালো আচরণ করা প্রভৃতি বিষয় ব্যবসায় নৈতিকতার আওতায় পড়ে।

Leave a Comment