ব্যবসায়ের আইনগত পরিবেশ কাকে বলে?

দেশীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রচলিত বিভিন্ন আইনের সমন্বয়ে সৃষ্ট পরিবেশ হলো আইনগত পরিবেশ। বাণিজ্য ও শিল্প আইন, শ্রম আইন, আমদানি – রপ্তানি নীতি প্রভৃতি এ পরিবেশের উপাদান। ব্যবসায় সংক্রান্ত আইন ব্যবসায়ের অনুকূল হলে দেশি – বিদেশি উদ্যোক্তারা ব্যবসায়ে উৎপাদিত হয়। এতে দেশে ব্যবসায়ের প্রসার সহজ হয়। বাংলাদেশে আইনগত পরিবেশের উপাদানগুলো ক্ষেত্রবিশেষে আধুনিক ও যুগোপযোগী। মূলত জনগণের কল্যাণে এবং আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন সুবিধা পাওয়ার জন্য সরকার আইন প্রণয়ন করে থাকে।

Leave a Comment