বৈধ ক্ষমতা কাকে বলে?

ক্ষমতা হলো এক ধরনের সামাজিক সম্পর্ক। কর্তৃত্ব হচ্ছে বৈধ ক্ষমতা, যে ক্ষমতা মানুষ যথার্থ ও ন্যায় সঙ্গত মনে করে। আর নেতৃত্ব হচ্ছে কোন দলের মুখ্য ব্যক্তি হিসেবে কাজ করার ক্ষমতা, গুণাবলী ও আচরণ।

কর্তৃত্ব হচ্ছে বৈধ ক্ষমতা, যে ক্ষমতাকে মানুষ যথার্থ এবং ন্যায়সঙ্গত মনে করে। ভেবার কর্তৃত্বের তিনটি রূপ চিহ্তি করেছিলেন – সনাতনী Traditional, ঐশি Charismatic এবং যুক্তিভিত্তিক-আইনগত Rational legal।

সহজ করে বললে, সনাতনী কর্তৃত্বের ভিত্তি হচ্ছে প্রথা, ঐশী কর্তৃত্বের আবেগ এবং আইনগত কর্তৃত্বের যুক্তি। সনাতনী কর্তৃত্বের ভিত্তি হচ্ছে যুগ যুগ ধরে চলে আসা প্রথা এবং ঐতিহ্য।