বেগ কাকে বলে? বেগের একক ও মাত্রা, সমবেগ কাকে বলে? অসমবেগ কাকে বলে?

বেগ কাকে বলে?

  • একক সময়ে অতিক্রান্ত সরণকে বেগ বলে।
  • একক সময়ে কোনো বস্তু নির্দিষ্ট দিকে যে দূরত্ব অতিক্রম করে, তাকে বস্তুটির বেগ বলে।
  • সময়ের সাথে বস্তুর সরণের হারকে বেগ বলে।

গাণিতিকভাবে,

বেগ = সরণ ÷ সময়

যদি t সময়ে কোনো বস্তুর সরণ s হয়, তবে বস্তুর বেগ, v = s /t

বেগের মান এবং অভিমুখ দুই-ই আছে, তাই বেগ একটি ভেক্টর রাশি।

বেগের একক

বেগের একক হলো মিটার/সেকেন্ড বা (m/s)।

বেগের মাত্রা

বেগের মাত্রা হলো LT-1

সমবেগ কাকে বলে?

সময়ের সাথে কোনো বস্তুর বেগের মান ও অভিমুখ উভয়ই অপরিবর্তিত থাকলে বস্তুটির বেগকে সমবেগ বলে।

অসমবেগ কাকে বলে?

সময়ের সাথে কোনো বস্তুর বেগের মান বা অভিমুখ অথবা উভয়ই পরিবর্তিত হলে, বস্তুটির বেগকে অসমবেগ বলে। অসমবেগের ক্ষেত্রে গড় বেগ নির্ণয় করতে হয়।