বৃত্তাকার পথে কোনো বস্তু সমবেগে চলতে পারে কি না?

বৃত্তাকার পথে চলমান বস্তু প্রতিমুহূর্তে দিক পরিবর্তন করে, অর্থাৎ প্রতিমুহূর্তে বস্তুটির সরণ পরিবর্তিত হয়। কিন্তু আমরা জানি, বেগ হচ্ছে সময়ের সাথে বস্তুর সরণের হার। অর্থাৎ বস্তু নির্দিষ্ট দিকে একক সময়ে যে পথ অতিক্রম করে তাই বেগ। যেহেতু বৃত্তাকার পথে চলমান বস্তুর সরণের দিক প্রতিমুহূর্তেই পরিবর্তিত হয়, তাই বৃত্তাকার পথে কোনো বস্তু সমবেগে চলতে পারে না।