বুদ্ধির সঙ্গে লিঙ্গগত পার্থক্য কি?

সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে যে, বুদ্ধির ক্ষেত্রে লিঙ্গগত কোনো পার্থক্য নেই। বুদ্ধি অভীক্ষার কোনো কোনো অংশে যেমন – সংখ্যাবাচক ক্ষমতা, স্থানিক ক্ষমতা, কারণ নির্নয় ইত্যাদি ক্ষেত্রে বালকদের পারদর্শিতা অপেক্ষাকৃত ভালো। আবার স্মৃতি, ভাষঅ উৎকর্ষ, বাচনিক ক্ষমতা ইত্যাদি ক্ষেত্রে বালিকাদের পারদর্শিতা অপেক্ষাকৃত অধিক।