বিশ্লেষণ কাকে বলে? বিশ্লেষণের প্রকারভেদ | গুণগত বা আঙ্গিক বিশ্লেষণ কাকে বলে? | মাত্রিক বা পরিমাণগত বিশ্লেষণ কাকে বলে?

বিশ্লেষণ কাকে বলে?

রসায়ন ল্যাবে কোনো নমুনায় বিদ্যমান মৌলিক বা যৌগিক পদার্থ বা যৌগমূলককে শনাক্তকরণ এবং পরিমাণ নির্ধারণে ব্যবহৃত রাসায়নিক প্রক্রিয়াকে বিশ্লেষণ বলা হয়।

বিশ্লেষণের প্রকারভেদ

বিশ্লেষণ দুই প্রকার। যথা –

১) গুণগত বা আঙ্গিক বিশ্লেষণ

২) মাত্রিক বা পরিমাণগত বিশ্লেষণ

গুণগত বা আঙ্গিক বিশ্লেষণ কাকে বলে?

যে বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো নমুনায় কী কী মৌলিক বা যৌগিক পদার্থ অথবা যৌগমূলক বা আয়ন উপস্থিত তা শনাক্ত করা হয় তাকে আঙ্গিক বিশ্লেষণ বলা হয়।

মাত্রিক বা পরিমাণগত বিশ্লেষণ কাকে বলে?

যে বিশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে কোনো নমুনায় উপস্থিত মৌলিক বা যৌগিক পদার্থ অথবা যৌগমূলক বা আয়নের পরিমাণ নির্ণয় করা হয় তাকে মাত্রিক বিশ্লেষণ বলা হয়। 

Leave a Comment