বিবর্ধন কাকে বলে?

বিবর্ধন বলতে প্রতিবিম্ব লক্ষ্যবস্তুর কত গুণ তা বোঝায়। তাই প্রতিবেম্বের দৈর্ঘ্য ও লক্ষ্যবস্তুর দৈর্ঘ্যের রৈখিক বিবর্ধন বলে। l দৈর্ঘ্যের একটি লক্ষ্যবস্তুর প্রতিবিম্বের দৈর্ঘ্য l′ হলে রৈখিক বিবর্ধন,m=l′l

বিবর্ধনের একক ও মাত্রা নেই।