বিপণন প্রক্রিয়ায় পরিবহনের গুরুত্ব

বিপণন প্রক্রিয়ায় পরিবহনের গুরুত্ব অত্যন্ত বেশি।

পরিবহন পণ্য বা সেবার স্থানগত উপযোগ ও চাহিদা সৃষ্টি করে। এর মাধ্যমে এক স্থানের পণ্য অন্য স্থানে সরবরাহ করা হয়। এটির ফলেই পণ্য উৎপাদনকারী থেকে ভোক্তার কাছে পৌঁছে। পরিবহনের ফলেই আমাদের দেশের চিংড়ি ও পোশাক বিদেশের মানুষ ব্যবহার করতে পারছে।