বিপণনের কোন কাজটির মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়?

বিপণনের ক্রয়-বিক্রয় কাজটির মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়। উৎপাদনের পর উৎপাদক পণ্যের মালিকানা লাভ করে। উৎপাদক পণ্য বিক্রি করলে সেই পণ্যের মালিকানা পাইকারের কাছে হস্তান্তরিত হয়। আবার ক্রেতা বা ভোক্তা পণ্য কেনার মাধ্যমে পাইকার বা খুচরা ব্যবসায়ীর কাছ থেকে মালিকানা লাভ করেন। এভাবে ক্রয় – বিক্রয়ের মাধ্যমে পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়।

Leave a Comment