বিচ্ছিন্ন সিস্টেম কি?

যখন কোনো সিস্টেম পরিবেশের সাথে ভর এবং শক্তি কোনোটিই আদান প্রদান করতে পারে না তখন এরূপ সিস্টেমকে বিচ্ছিন্ন সিস্টেম বলে।

উদাহরণঃ থার্মোফ্লাক্সে গরম পানি বা চা হচ্ছে বিচ্ছিন্ন সিস্টেমের উদাহরণ হবে যদি পিস্টন ও সিলিন্ডারের দেয়াল কুপরিবাহী বা অন্তরক পদার্থের তৈরি হয়। তবে প্রকৃত অর্থে বিচ্ছিন্ন সিস্টেম পাওয়া খুবই কঠিন।