বিকার তৈরিতে বোরোসিলিকেট গ্লাস ব্যবহার করা হয় কেন?

বোরো সিলিকেটের তৈরি গ্লাস অধিক টেকসই এবং তাপ প্রয়োগে এদের খুব কম প্রসারণ ঘটে ফলে এরা তাপে সহজে ফেটে যায় না, এদেরকে অনেক সময় পাইরেক্স গ্লাস বলা হয়ে থাকে।
সুতরাং অধিক স্থায়িত্ব এবং প্রসারণ সহগ কম হওয়ায় বিকার তৈরিতে বোরো সিলিকেট গ্লাস ব্যবহৃত হয়।

Leave a Comment