বাহ্যিক বল ক্রিয়া না করলে বস্তুর কোনো ত্বরণ থাকে না কেন?

বাহ্যিক বল ক্রিয়া না করলে বস্তুর কোনো ত্বরণ থাকে না কারণ – 

নিউটনের গতির দ্বিতীয় সূত্র থেকে আমরা জানি,

বল = ভর × ত্বরণ

অর্থাৎ নিদিষ্ট ভরের কোনো বস্তুর জন্য ত্বরণ বলের সমানুপাতিক। বাহ্যিক বল ক্রিয়া না করলে অর্থাৎ বল = ০ হলে, ত্বরণও শূন্য হবে, কারণ বস্তুর ভর কখনও শূন্য হতে পারে না। 

সুতরাং বাহ্যিক বল ক্রিয়া না করলে বস্তুর ত্বরণ থাকে না।