বস্তুর গড়বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য হয় না কেন?

কোনো বস্তু একটি নির্দিষ্ট বিন্দু থেকে যাত্রা শুরু করে আবার যদি সেই বিন্দুতে ফিরে আসে তাহলে তার সরণ শূন্য হয়।

আমরা জানি, 
গড় বেগ = মোট সরণ ÷ মোট সময়
এক্ষেত্রে, যেহেতু মোট সরণ শূন্য, তাই গড় বেগও শূন্য।
আবার, গড় দ্রুতি = মোট অতিক্রান্ত দূরত্ব ÷ মোট সময়
কিন্তু এক্ষেত্রে মোট অতিক্রান্ত দূরত্ব শূন্য হয় না, তাই গড় দ্রুতি শূন্য হয় না। সুতরাং কোনো বস্তুর গড় বেগ শূন্য হলেও গড় দ্রুতি শূন্য নাও হতে পারে।