ফেলোপিয়ান নালি বা ডিম্বনালি কাকে বলে?

ফেলোপিয়ান নালি বা ডিম্বনালি 


জরায়ুর দুই পাশ থেকে দুটি নালি উৎপন্ন হয়ে দুই ডিম্বাশয় পর্যন্ত বিস্তৃত থাকে। এদেরকে ফেলোপিয়ান নালি বা ডিম্বনালি বলে। 

প্রতিটি ফেলোপিয়ান নালি ১২ সে.মি লম্বা হয়ে থাকে। ফেলোপিয়ান নালির প্রাচীর পেশিবহুল। 
ফেলোপিয়ান নালির শেষ প্রান্তে অবস্থিত অংশগুলোর মতো কিছু অভিক্ষেপকে ফিমব্রি বলে। ডিম্বপাতের পর স্থলিত ডিম্বাণুকে ফেলোপিয়ান নালিতে প্রবিষ্ট করানো এর কাজ।
ফিমব্রির ঠিক আগের স্ফীত অংশকে অ্যাম্পুলা (Ampulla) বলে। এখানে শুক্রাণু বা ডিম্বাণুর মিলন বা নিষেক ঘটে।

কাজ


ফেলোপিয়ান নালির প্রাচীর নিঃসৃত রস নিষেকের পরিবেশ তৈরি করে এবং এখানে নিষেক সংঘটিত হয়ে থাকে।