ফন কাকে বলে?

এক ডেসিবেল এর একটি বিশুদ্ধ সুর 1000 Hz কম্পাঙ্কবিশিষ্ট প্রমাণ তীব্রতার যে প্রাবল্য সৃষ্টি করে তাকে ফন বলে। কোনো শব্দের শব্দোচ্চতা ফন এককে পরিমাপ করার জন্য 1000 Hz কম্পাঙ্কের একটি প্রমাণ সুর নিয়ে তার তীব্রতা এমনভাবে নিয়ন্ত্রণ করা হয় যাতে এর শব্দোচ্চতা ঐ শব্দের শব্দোচ্চতার সমান হয়।

এক্ষেত্রে প্রমাণ সুরের তীব্রতা যত ডেসিবেল (dB) হবে, ঐ শব্দের শব্দোচ্চতাও তত ফন (Phon) হবে।

Leave a Comment