পয়েজ কাকে বলে?

এক বর্গ সে.মি ক্ষেত্রফলবিশিষ্ট দুটি প্রবাহী স্তর পরস্পর হতে যদি এক সে.মি. দূরত্বে অবস্থান করে এবং এদের মধ্যে এক সে.মি./সে. আপেক্ষিক বেগ বজায় রাখতে যদি এক ডাইন (dyne) বল প্রয়োজন হয়, তবে ঐ প্রবাহীর সান্দ্রতা গুণাঙ্ক হবে এক পয়েজ।

Leave a Comment