প্রোটোপ্লাজমকে কেন জীবনের ভৌত ভিত্তি বলা হয়?

পানি ছাড়া কোনো সজীবকোষ বাঁচতে পারে না। কেননা কোষের প্রোটোপ্লাজমের শতকরা ৯০ ভাগই পানি। তাই প্রোটোপ্লাজমকেই জীবনের ভৌত ভিত্তি বলা হয়।