প্রবাহী ঘর্ষণ কাকে বলে?

প্রবাহী পদার্থের দুটি স্তরের মধ্যে আপেক্ষিক গতি বিদ্যমান থাকলে দুটি স্তরের মধ্যবর্তী ঘর্ষণকে প্রবাহী ঘর্ষণ বলে। যখন কোন তরল বা বায়বীয় পদার্থের গতিপথে কোন স্থির বস্তু রাখা হয় বা কোন বস্তুকে তরল বা বায়বীয় পদার্থের মাঝ দিয়ে গতিশীল হতে হয় তখন উভয়ের মধ্যে ঘর্ষণ উৎপন্ন হয়। এই ধরনের ঘর্ষণকে প্রবাহী ঘর্ষণ বলে। 

পানির মধ্য দিয়ে নৌকা বা জাহাজ চলা, বাতাসের মধ্যদিয়ে চলার সময় আমাদের শরীরের তলের সঙ্গে বাতাসের বাধা এগুলো প্রবাহী ঘর্ষণ। কোন কোন ক্ষেত্রে প্রবাহী ঘর্ষণ অত্যন্ত কম। মাধ্যমের ঘনত্ব, স্থিতিস্থাপকতার সাথে সাথে প্রবাহী ঘর্ষণও পরিবর্তিত হয়।