প্রতিসাম্য কি?

প্রতিসাম্য (Symmetry) হলো প্রাণিদেহের কোনো অক্ষ বা তল বরাবর সদৃশ সমান অংশে বিভাজন। অর্থাৎ প্রতিসম প্রাণীদেহকে এক বা একাধিক তলে বিভক্ত করলে দুই পাশের অংশ সমান ও সদৃশ হবে।