প্রতিসম প্রাণী কাকে বলে?

যে সকল প্রাণীতে কোনো না কোনো অক্ষ বা তলে প্রতিসাম্য বিদ্যমান তারাই প্রতিসম প্রাণী। প্রতিসমতার ভিত্তিতে প্রাণিজগতকে আবার চার ভাগে ভাগ করা যায়। যথা – 

১. দ্বিপার্শ্বীয় প্রতিসম প্রাণী
২. অরীয় প্রতিসম প্রাণী
৩. সার্বিক বা গোলীয় প্রতিসম প্রাণী
৪. দ্বি-অরীয় প্রতিসম প্রাণী ইত্যাদি।