প্রজাতি কাকে বলে?

শ্রেণিবিন্যাসের যে ক্ষদ্রতম গোষ্ঠী শুধু নিজ গোষ্ঠীর জীবের সাথে যৌন জনন সম্পন্ন করে প্রজননক্ষম বংশধর উৎপন্ন করে নিজেদের প্রজাতির ধারাকে বিলুপ্তির হাত থেকে রক্ষা করে এবং যারা অন্যান্য জীব থেকে জিনতাত্ত্বিকভাবে স্বতন্ত্র তাদের প্রজাতি বলে।