পেট্রোলের আগুন পানি দিয়ে নেভানো যায় না কেন?

পেট্রোলের আগুনের উত্তাপ খুব বেশি হওয়ায় পানি বিশ্লিষ্ট হয়ে যায় এবং সেজন্য এর দ্বারা আগুন নেভানো যায় না। বিশ্লিষ্ট হওয়ার পরও যে অবশিষ্ট পানি থাকে তা পেট্রোলের চেয়ে ভারী। তাই নিচে পড়ে থাকে, ফলে পেট্রোল জ্বলতে থাকে।