পুনরুত্থান দিবস বলতে কি বোঝ?

মৃত্যুর পর আবার জীবিত হওয়ার দিনকে পুনরুত্থান দিবস বলে। কিয়ামতের পর আল্লাহ্ সমস্ত মৃত প্রাণীকে আবার জীবিত করবেন। তাঁর হুকুমে হযরত ইসরাফিল(আ.) দ্বিতীয়বার শিঙ্গায় ফুঁক দেবেন। ফলে সব প্রাণী আবার বেঁচে উঠবে। একে বলা হয় পুনরুত্থান। পুনরুত্থান দিবসে সবাইকে হাশরের ময়দানে একত্রিত করা হবে, সেখানে দুনিয়ার সব কাজকর্মের হিসাব নেওয়া হবে।