পিঁপড়ার কামড়ে কোন এসিড থাকে?

পিঁপড়ার কামড়ে ফরমিক এসিড থাকে।

পিঁপড়া বা ভীমরুল বা মৌমাছির কামড়ে আমাদের দেহের সাথে ফরমিক এসিড বা মিথানোয়েক এসিড (HCOOH) মিলে যায়। এতে হুল ফুটানো বা কামড়ানো স্থানে আমরা জ্বালা অনুভব করি।