পালমোনারী শিরা ও পালমোনারী ধমনী কাকে বলে?

যেসব রক্তবাহিকার মাধ্যমে O2 সমৃদ্ধ রক্ত ফুসফুস থেকে হৃৎপিন্ডে বাহিত হয় তাকে পালমোনারী শিরা বলে।
যেসব রক্তবাহিকার মাধ্য CO2 সমৃদ্ধ রক্ত হৃৎপিন্ড থেকে ফুসফুসে বাহিত হয় তাকে পালমোনারী ধমনী বলে।