পানির ত্রৈধবিন্দু কি?

যে তাপমাত্রায় বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প একটি তাপীয় সাম্যাবস্থায় থাকে তাকে পানির ত্রৈধবিন্দু বলে। যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে বিশুদ্ধ বরফ, পানি ও জলীয় বাষ্প একটি তাপীয় সাম্যাবস্থায় থাকে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে। অন্য কথায়, যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে পানি তিনটি অবস্থানেই অর্থাৎ বরফ, পানি এবং জলীয় বাষ্পরূপে সহ অবস্থান করে তাকে পানির ত্রৈধ বিন্দু বলে। একটি মাত্র নির্দিষ্ট চাপে (4.58 mm পারদস্তম্ভ) কঠিন, তরল ও গ্যাসীয় পদার্থ সাম্যাবস্থায় থাকে। পানির ত্রৈধ বিন্দুর তাপমাত্রা 273.16K।