পানিকে ‘ফ্লুইড অফ লাইফ’ বলার কারণ

আমরা জানি, প্রোটোপ্লাজম জীবদেহের ভৌত ভিত্তি। এই প্রোটোপ্লাজমের শতকরা ৯০ ভাগই পানি। পানির পরিমাণ কমে গেলে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে মারা যেতে পারে। তাই প্রোটোপ্লাজম তথা জীবের বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য। এ কারণেই পানিকে ‘ফ্লুইড অফ লাইফ’ বলা হয়।