পাথরকুঁচি পাতার মাধ্যমে কিভাবে প্রজনন ঘটে?

পাথরকুঁচি পাতার কিনারা থেকে নতুন কুঁড়ি গজায়। ধীরে ধীরে এসব কুঁড়ির নিচের দিকে গুচ্ছমূলও গজায় এবং কোনো এক সময় এরা মুক্ত হয়ে স্বাধীন উদ্ভিদের জন্ম দেয়। এভাবে পাথরকুঁচি উদ্ভিদের পাতার সাহায্যে প্রজনন হয়ে থাকে।