পাখিটা কুমুর ছুড়ে দেওয়া বিস্কুটের দিকে ফিরেও তাকাল না কেন?

পাখিটা ভয়ে কুমুর ছুড়ে দেওয়া খাবারের দিকে ফিরেও তাকাল না। বুনো হাঁসটা শিকারির গুলিতে আহত হয়েছিল। এই ঘটনায় হাঁসটা আতঙ্কিত হয়ে পড়ে, সে ভয় পায়। তাই কুমু তার দিকে বিস্কুট ছুড়ে দিলে সে ভয়ে পাথরের মতো জমে যায়; বিস্কুটের দিকে ফিরেও তাকায় না।

Leave a Comment