পর্যাবৃত্ত গতি ও স্পন্দন গতির মধ্যে পার্থক্য

পর্যাবৃত্ত গতি ও স্পন্দন গতির মধ্যে পার্থক্য নিম্নরূপ-

নংপর্যাবৃত্ত গতিস্পন্দন গতি
 ১পর্যাবৃত্ত গতি সম্পন্ন কণা একটি নির্দিস্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করে।স্পন্দন গতি সম্পন্ন কণা পর্যায়কালের অর্ধেক সময় একটি নির্দিষ্ট দিকে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে।
 ২সকল স্পন্দন গতিই পর্যাবৃত্ত গতি।সকল পর্যাবৃত্ত গতি স্পন্দন গতি নয়।
 ৩পর্যাবৃত্ত গতির উদাহরণ ঘড়ির কাঁটার গতি, সূর্যের চারদিকে পৃথিবীর গতি।স্পন্দন গতির উদাহরণ – সরল দোলকের গতি, গীটারের তারের গতি।