পরিমাপ কাকে বলে? পরিমাপের প্রয়োনীয়তা

পরিমাপ কাকে বলে?

কোনো ভৌত রাশির পরিমাণ নির্ণয় করাকে পরিমাপ বলে। বিশ্ব প্রকৃতির বিভিন্ন ভৌত ঘটনা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে হলে বিভিন্ন ভৌত রাশির পরিমাণগত মান নির্ণয় করা প্রয়োজন।

যেকোনো ভৌত সত্তা সম্পর্কে পরিমাণগত ধারণার জন্য পরিমাপের প্রয়োজন। দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রয়োজনে আমরা নানা রকম পরিমাপ করে থাকি।

যেমনঃ বাড়ি থেকে স্কুলের দূরত্ব 5 কিলোমিটার। এখানে, 5 কিলোমিটার হলো দৈর্ঘ্যের পরিমাপ।

অথবা, তুহিন 10 কেজি আলু কিনে আনলো। এখানে, 10 কেজি হলো ভরের পরিমাপ।

পরিমাপের প্রয়োনীয়তা

  • আমাদের দৈনন্দিন জীবনে প্রায় প্রতিটি কাজের সাথে পরিমাপের ব্যাপারটি জড়িত। পরিমাপকে প্রকাশ করার জন্য পরিমাপের এককের প্রয়োজন হয়।
  • বিভিন্ন ধরনের রাশির মাত্রা বিভিন্ন। যেমনঃ ভর, দৈর্ঘ্য, সময়, তাপমাত্রা একই এককে মাপা সম্ভব নয়। তাই ভিন্ন ভিন্ন এককের প্রয়োজন হয়।
  • যেকোনো ক্ষেত্রেই একই ধরনের পরিমাপেও সব পরিসর পরিমাপ করা যায় না।