2.1 পদার্থ ও পদার্থের অবস্থা
2.2 কণার গতিতত্ত্ব
2.3 ব্যাপন
2.4 নিঃসরণ
2.5 মোমবাতির জ্বলন এবং মোমের তিন অবস্থা
2.6 গলন ও স্ফুটন
2.7 পাতন এবং ঊর্ধ্বপাতন
প্রশ্নব্যাংক
2.1 পদার্থ ও পদার্থের অবস্থা
- পদার্থ কাকে বলে?
- পদার্থের অবস্থা বলতে কি বুঝ?
- পদার্থের অবস্থা কয়টি ও কি কি?
2.2 কণার গতিতত্ত্ব
- কণার গতিতত্ত্ব বলতে কি বুঝ?
- কঠিন, তরল ও বায়বীয় পদার্থে তাপ প্রয়োগ করলে কি পরিবর্তন ঘটবে বুঝিয়ে লিখ।
- কণার গতিতত্ত্ব অনুযায়ী কঠিন, তরল ও বায়বীয় পদার্থের কণার গতির বিবরণ দাও।
- তাপ প্রয়োগ করলে অণুসমূহের গতিশক্তি বৃদ্ধি পায় কেন?
- একই পদার্থকে কিভাবে কঠিন থেকে তরলে এবং তরল থেকে বায়বীয় অবস্থায় নেয়া যায়?
- তিন অবস্থায় কণিকা সমূহ কিভাবে অবস্থান করে?
- কোন অবস্থায় অণুসমূহ সবচেয়ে কাছাকাছি অবস্থায়, কখন মাঝামাঝি অবস্থায় এবং এখন সবচেয়ে দূরে অবস্থান করে?
- কখন একটি অণুর সাথে অপর অণুর আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি, কখন কিছুটা কম এবং কখন একদম থাকে না বললেই চলে?
- তিন অবস্থায় কণিকাসমূহের গতিশীলতার অবস্থা ব্যাখ্যা কর।
- কিভাবে জলীয়বাষ্পকে পানিতে এবং পানিকে বরফে পরিণত করা যায়?
- ডিপ ফ্রিজে পানি রাখলে তা কিভাবে বরফে পরিণত হয়?
- গ্যাসের চাপ বলতে কি বুঝ?
2.3 ব্যাপন
- ব্যাপন কাকে বলে?
- ব্যাপন চাপ কি?
- একটি পরীক্ষার সাহায্যে ব্যাপন ঘটনাটিকে বুঝিয়ে লিখ।
- He, H2, CO2 এর মধ্যে কোনটির ব্যাপন হার কম এবং কোনটির ব্যাপন হার বেশি ব্যাখ্যা কর।
- তাপমাত্রা বাড়লে ব্যাপন হার বাড়ে কেন?
- পটাসিয়াম পারম্যাঙ্গানেটকে পানিতে ফেললে কি ঘটবে লিখ।
- H2, CO2 এর মধ্যে কোনটির ব্যাপন সময় বেশি এবং কেন?
- তরল ও কঠিনের ক্ষেত্রে তাপের প্রভাব ও গতিতত্ত্বের সম্পর্ক কী?
2.4 নিঃসরণ
- নিঃসরণ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝাও।
- মিথেন ও অক্সিজেন গ্যাসের দুটি সিলিন্ডার একই সাথে ছিদ্র করে দিলে কোন গ্যাসটি অপেক্ষাকৃত দ্রুত বের হবে?
- ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য লিখ।
- বডি স্প্রেতে ব্যাপন বা নিঃসরণের মধ্যে কোনটি আগে ঘটে?
2.5 মোমবাতির জ্বলন এবং মোমের তিন অবস্থা
- মোম দহনের সময় কিভাবে পদার্থের তিন অবস্থা একই সাথে দেখা যায়- ব্যাখ্যা কর।
2.6 গলন ও স্ফূটন
- গলনাংক ও স্ফূটনাংক বলতে কি বুঝ?
- একটি পরীক্ষার সাহায্যে কঠিন পদার্থের গলনাংক নির্ণয় কর এবং তা গ্রাফের সাহায্যে উপস্থাপন কর।
- একটি পরীক্ষার সাহায্যে একটি পদার্থের স্ফূটনাংক নির্ণয় কর এবং তা গ্রাফের সাহায্যে উপস্থাপন কর।
- স্বাভাবিক চাপের মান কত?
- সুপ্ততাপ কাকে বলে?
- বরফে তাপ প্রদান করতে থাকলে যে ঘটনা ঘটবে তা একটি বক্ররেখার সাহায্যে উপস্থাপন কর এবং বিভিন্ন বিন্দুতে এর অবস্থান বিশ্লেষণ কর।
- জলীয় বাষ্পকে শীতল করতে থাকো এবং যে বক্ররেখা পাওয়া যাবে তার বিভিন্ন বিন্দুতে এর অবস্থা বিশ্লেষণ কর।
- তাপ প্রদানের বক্ররেখা শীতলীকরণ বক্ররেখার মধ্যে পার্থক্য লিখ।
2.7 পাতন এবং ঊর্ধ্বপাতন
- ঊর্ধ্বপাতন কাকে বলে?
- কয়েকটি ঊর্ধ্বপাতনযোগ্য পদার্থের নাম লিখ।
- কর্পূরকে উদ্বায়ী পদার্থ বলা হয় কেন?
- আয়োডিনকে তাপ দিলে সরাসরি বাষ্পে পরিণত হয় কেন?