5.1 চাপ (Pressure)
5.2 ঘনত্ব (Density)
5.3 তরলের ভেতর চাপ (Pressure in Liquids)
5.4 বাতাসের চাপ (Air Pressure)
5.5 স্থিতিস্থাপকতা (Elasticity)
5.6 পদার্থের তিন অবস্থা: কঠিন, তরল এবং গ্যাস (The three state of Matter: Solid, Liquid and Gas)
প্রশ্নব্যাংক
5.1 চাপ (Pressure)
- চাপ কাকে বলে?
- চাপের একক কি?
- চাপের মাত্রা কি?
- ক্ষেত্রফল কাকে বলে?
- এক প্যাসকেল কাকে বলে?
গাণিতিক সমস্যাঃ
- যুক্ত করা হবে…
5.2 ঘনত্ব (Density)
- ঘনত্ব কাকে বলে?
- ঘনত্বের একক কি?
- ঘনত্বের মাত্রা কি?
- আয়তন কি?
- দৈনন্দিন জীবনে ঘনত্বের ব্যবহার লিখ।
- পানির ঘনত্ব 1000 kgm-3 বলতে কি বুঝ?
- সোনার ঘনত্ব 19300 kgm-3 বলতে কি বুঝ?
- ভালো ডিম পানিতে ডুবে যায় কিন্তু পঁচা ডিম পানিতে ভাসে কারণ ব্যাখ্যা কর।
গাণিতিক সমস্যাঃ
- যোগ করা হবে…
5.3 তরলের ভেতর চাপ (Pressure in Liquids)
- দেখাও যে, স্থির তরলের কোনো বিন্দুতে চাপ ঐ বিন্দুর গভীরতা ও ঘনত্বের সমানুপাতিক।
- দেখাও যে, p = hρg.
- আর্কিমিডিসের সূত্রটি বিবৃত ও ব্যাখ্যা কর।
- বস্তুর ভেসে থাকা বা ডুবে যাওয়ার কারণ ব্যাখ্যা কর।
- বস্তুর ভাসন ও নিমজ্জনের ক্ষেত্রে কযটি অবস্থার সৃষ্টি হতে পারে এবং কি কি?
- বরফ পানিতে ভাসে কেন?
- কোনো বস্তু কখন নিমজ্জিত অবস্থায় ভাসবে?
- লোহার টুকরা পানিতে ডুবে যায় কিন্তু লোহার তৈরি জাহাজ পানিতে ভাসে কেন?
- নদীর পানি অপেক্ষা সমুদ্রের পানিতে সাঁতার কাটা সহজ কেন?
- ভারী বস্তুকে পানিতে নিমজ্জিত করলে হালকা অনুভূত হয় কেন?
- বাংলাদেশে নৌপথে দুর্ঘটনার কারণ লিখ।
- কিভাবে নৌপথে দুর্ঘটনা হ্রাস করা যায়?
- প্যাসকেলের সূত্রটি বিবৃত কর।
- প্যাসকেলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা লিখ।
- ছোট পিস্টনের চেয়ে বড় পিস্টন যদি 10 গুণ বড় হয় তবে দেখাও যে ছোট পিস্টনে 1 নিউটন বল প্রয়োগ করলে বড় পিস্টনে 10 নিউটন ঊর্ধ্বমুখী বল অনুভূত হবে।
গাণিতিক সমস্যাঃ
- যোগ করা হবে…
5.4 বাতাসের চাপ (Air Pressure)
- বায়ুমণ্ডলের চাপ বলতে কি বুঝ?
- ব্যারোমিটার কাকে বলে?
- টরিসসেলির পরীক্ষার সাহায্যে কিভাবে বাতাসের চাপ পরিমাপ করা যায়?
- ভূ-পৃষ্ঠ হতে বা সমুদ্র সমতল হতে যত উপরে উঠা যায় তত বায়ুমণ্ডলের ওজন ও ঘনত্ব উভয়ই হ্রাস পায় – ব্যাখ্যা কর।
- বায়ুমণ্ডলের পারদস্তম্ভের উচ্চতার পরিবর্তন দেখে কিভাবে আবহাওয়ার পূর্বাভাস দেয়া যায় – ব্যাখ্যা কর।
5.5 স্থিতিস্থাপকতা (Elasticity)
- স্থিতিস্থাপকা কাকে বলে?
- স্থিতিস্থাপক পদার্থ বলতে কি বুঝ?
- স্থিতিস্থাপক সীমা বলতে কি বুঝ?
- পীড়ন কাকে বলে?
- বিকৃতি কাকে বলে?
- হুকের সূত্রটি লিখ।
- স্থিতিস্থাপক গুণাঙ্ক বলতে কি বুঝ?
গাণিতিক সমস্যাঃ
- যুক্ত করা হবে…
5.6 পদার্থের তিন অবস্থা: কঠিন, তরল এবং গ্যাস (The three state of Matter: Solid, Liquid and Gas)
- কোয়ার্ক কি?
- স্ট্রিং কি?
- কঠিন, তরল ও গ্যাসীয় অবস্থায় পদার্থের অণুগুলোর বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।
- পদার্থের আণবিক গতিতত্ত্বটি ব্যাখ্যা কর।
- পদার্থের প্লাজমা অবস্থা বলতে কি বুঝ?