পণ্যের প্রতীক কী?

কোনো পণ্যের স্বাতন্ত্র্যতা প্রকাশ করার জন্য যে চিহ্ন ব্যবহার করা হয়, তাই পণ্যের প্রতীক।

পণ্যের প্রতীককে কী বলে?

পণ্যের প্রতীককে ট্রেডমার্ক বলে।

প্রতীকের মূল বিষয় কী?

প্রতীকের মূল বিষয় হলো স্বাতন্ত্র্যতা।

সার্ভিস মার্ক কী?

ব্যবসায়ের ক্ষেত্রে কোনো সেবাকে অনুরূপ সেবা থেকে স্বতন্ত্র করার লক্ষ্যে ব্যবহৃত প্রতীক হলো সার্ভিস মার্ক।

Leave a Comment