পচা মৃত মাছ পানিতে ভাসে কেন?

কোনো বস্তু পানিতে ভাসবে না ডুববে তা নির্ভর করে বস্তুটির ঘনত্বের উপর। যদি বস্তুর ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে বেশি হয় তাহলে বস্তুটি পানিতে ডুবে যাবে আর কম হলে পানিতে ভাসবে। পচা মৃত মাছের ঘনত্ব পানির ঘনত্বের চেয়ে কম। এ কারণে পচা মৃত মাছ পানিতে ভাসে।