নিত্য সমাস কাকে বলে?

যে সমাসে প্রকৃতপক্ষে ব্যাসবাক্য হয় না, ব্যাসবাক্য করতে চাইলে অন্য পদের সাহায্যে সমস্তপদের অর্থ প্রকাশ করতে হয়, তাকেই নিত্য সমাস বলে।
যেমনঃ অন্য দেশ = দেশান্তর; ঈষৎ লাল = লালচে; অন্যকাল = কালান্তর ইত্যাদি।

সন্ধিবদ্ধ এই উদাহরণটিতে ব্যাসবাক্য ও সমাসবদ্ধ পদ একই। ব্যাসবাক্যটিতে সর্বদা সমাসবদ্ধ থাকে বলে একে নিত্য সমাস বলে।

নিত্য সমাসের উদাহরণঃ

নং ব্যাসবাক্য  সমাসবদ্ধ পদ 
 ১অন্য গ্রামগ্রামান্তর
 ২অন্য ভাষাভাষান্তর
 ৩অন্য রূপরূপান্তর
 ৪কেবল হাঁটাহাঁটাহাঁটি
 ৫কেবল দর্শনদর্শনমাত্র
 ৬সমস্তগ্রামগ্রামশুদ্ধ
 ৭একটি কাপড়কাপড়খানা
 ৮অন্য গৃহগৃহান্তর
 ৯অনেক মানুষমানুষগুলো
 ১০অন্যস্থানস্থানান্তর