নিউরোহরমোন কাকে বলে?

নিউরোএন্ডোক্রাইন কোষ নামক বিশেষ নিউরন দ্বারা উৎপাদিত এবং নিঃসৃত হরমোনকে নিউরোহরমোন বলে। নিউরোহরমোন হলো রাসায়নিক বার্তাবাহক অণু যা নিউরন দ্বারা নিঃসৃত হয়। রক্তে প্রবেশ করে শরীরের দূরবর্তী লক্ষ্যস্থলে ভ্রমণ করতে পারে।

নিউরোহরমোনের দুটি সুপরিচিত উদাহরণ হলো অক্সিটোসিন এবং অ্যান্টি ডিউরেটিক হরমোন (যাকে ভ্যাসোপ্রেসিনও বলা হয়)।